
এক নজরে সংগঠন
২০০৬ সালে পাবনা জেলার কতিপয় প্রতিবন্ধী নারী ও প্রতিবন্ধী শিশুদের অভিভাবকদ্বয় একসঙ্গে মিলিত হন প্রতিবন্ধী নারী ও প্রতিবন্ধী শিশুদের উন্নয়নের প্রত্যয় নিয়ে। তারা পরিলক্ষিত করেন যে, প্রতিবন্ধী নারী ও প্রতিবন্ধী শিশু তথা প্রতিবন্ধী ব্যক্তিবর্গ সমাজ উন্নয়নের সকল কর্মকান্ডে অংশগ্রণ করতে পারছে না এবং সমাজ উন্নয়নের মূলস্রোতধারায় তারা সম্পৃক্ত নয় । পাবনা জেলায় কিছু সংস্থা প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে কাজ করলেও প্রতিবন্ধী ব্যক্তিদের নিজস্ব কোন স্ব-সহায়ক সংস্থা বিশেষ করে প্রতিবন্ধী নারী ও শিশুদের কোন সংস্থা পাবনা জেলায় নেই। তাই তারা সিদ্ধান্ত নেন, প্রতিবন্ধী নারী ও প্রতিবন্ধী শিশুর অভিভাবকদের দ্বারা একটি সংস্থা তৈরী করা হবে। যে সংস্থাটি হবে প্রতিবন্ধী নারী, শিশুসহ পাবনা জেলার সকল প্রতিবন্ধী জনগোষ্ঠীর উন্নয়নের প্রতীক। তখন জাতিসংঘ প্রতিবন্ধী ব্যক্তিবর্গের অধিকার সনদ তৈরী হচ্ছিল, যা তাদেরকে আরও বেশি মাত্রায় উৎসাহিত করে।
এরই ধারাবাহিকতায় পাবনা জেলার প্রতিবন্ধী নারী ও প্রতিবন্ধী শিশুর অভিভাবকদের দ্বারা পরিচালিত প্রথম এবং একমাত্র প্রতিবন্ধী ব্যক্তিদের সংস্থা “প্রতীক মহিলা ও শিশু সংস্থা” ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয়ে সময়ের আবর্তে সমৃদ্ধ হয়েছে এবং নিজস্ব সক্রিয়তায় প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার প্রতিষ্ঠার প্রতীক হিসেবে পরিচালিত হচ্ছে।
কর্মএলাকা
প্রতীক মহিলা ও শিশু সংস্থা বাংলাদেশের পাবনা জেলার বিভিন্ন উপজেলায় কাজ করছে।